লোকালয় ২৪

বিমান বাংলাদেশে এমটি অপারেটর পদে চাকরির সুযোগ 

বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। এই

প্রতিষ্ঠানটি এমটি অপারেটর পদে নিয়োগ দেবে। তবে, এই পদে কতজনকে নিয়োগ দেয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম : এমটি অপারেটর

যোগ্যতা
প্রার্থীকে ন্যূনতম এসএসসি অথবা সমমান উত্তীর্ণ হতে হবে। হালকা যানবাহন চালনায় কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির বয়স-সীমা ৩০ বছর।

বেতন

কোম্পানির নিয়ম অনুযায়ী দৈনিক মজুরি ৫৬০টাকা, খাবার-ভাতা ১০০ টাকা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে, পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি, সনদ পত্রের ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান/রঙিন ফটোকপি, নাগরিকত্ব সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র সংযুক্ত করতে হবে। আবেদনপত্র ‘ব্যবস্থাপক নিয়োগ, মানব সম্পদ উপ বিভাগ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, প্রধান কার্যালয় ‘বলাকা’, কুর্মিটোলা, ঢাকা-১২২৯’ এই ঠিকানা সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা

৩ এপ্রিল, ২০১৮

সূত্র: bangladesh.gov.bd