লোকালয় ২৪

বিমানবন্দরে পিস্তল নিয়ে কিভাবে ঢুকলেন ইলিয়াস কাঞ্চন, তদন্তে বেবিচক

বিমানবন্দরে পিস্তল নিয়ে কিভাবে ঢুকলেন ইলিয়াস কাঞ্চন, তদন্তে বেবিচক

ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পিস্তল ও গুলি সঙ্গে নিয়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ক্যানিং মেশিন পার হওয়ার ঘটনার তদন্তে নেমেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিষয়টি নিশ্চিত করে শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক গণমাধ্যমকে বলেন, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এর আগে চট্টগ্রামে যাওয়ার জন্য মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আসেন ইলিয়াস কাঞ্চন। অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেটের স্ক্যানার মেশিনের নজর এড়িয়ে ৯ এমএম পিস্তল আর ১০ রাউন্ড গুলি ব্যাগে নিয়ে ভেতরে ঢুকে পড়েনেইলিয়াস কাঞ্চন।

এরপর নভো এয়ারের বুকিং কাউন্টারে গিয়ে ইলিয়াস কাঞ্চন জানান, তার সঙ্গে পিস্তল আছে যা স্ক্যানারে ধরা পড়েনি। তিনি পিস্তলটি সঙ্গে নিয়ে চট্টগ্রামে যেতে চান।

বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হন শাহজালাল বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের মধ্যে ছিলেন মেম্বার সিকিউরিটি শাহ এমদাদুল হক, বিমানবন্দরের পরিচালকসহ (নিরাপত্তা) বিভিন্ন সংস্থার কর্মকর্তা।

এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা ৫ কর্মীকে সঙ্গে সঙ্গেই বরখাস্ত করা হয়।

এ বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিচালক নূরে আলম সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, প্রথম স্ক্যানিং করা হয় এয়ারপোর্টের নিরাপত্তার জন্য। আর দ্বিতীয় স্ক্যানিং হচ্ছে আইকাউ অনুযায়ী বিমানের নিরাপত্তার জন্য। প্রথম স্ক্যানিংয়েই ইলিয়াস কাঞ্চনের ব্যাগে থাকা পিস্তল ধরা পড়েনি এটা দুঃখজনক। বিষয়টি ধরা পড়া উচিত ছিলো।

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে ইলিয়াস কাঞ্চন নিজেই পিস্তল থাকার কথা স্বীকার করেন। আমাদের এয়ারপোর্টের নিরাপত্তার কোনো ঘাটতি নেই। এরপরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।