ক্রীড়া প্রতিবেদক: শেষটাও রাঙাতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। হাসেনি তার ব্যাট। হাসেনি খুলনা টাইটান্স। পুরো টুর্নামেন্টে নিজেদের হারিয়ে খোঁজা খুলনা শেষ ম্যাচেও জিততে পারেনি। ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে টুর্নামেন্টে অষ্টম পরাজয়ের স্বাদ পেয়েছে গতবার শেষ চারে যাওয়া দলটি।
খুলনার ব্যর্থতার বড় কারণ অধিনায়ক মাহমুদউল্লাহর পারফরম্যান্স। জাতীয় দলের এ ক্রিকেটার এবারের বিপিএলে পারফর্মই করতে পারেননি। ১২ ম্যাচে ১৮.২৫ গড়ে মাত্র ২১৯ রান করেছেন ডানহাতি ব্যাটসম্যান। সমান ম্যাচে ৭.১১ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন ৯টি। এছাড়া রিটেইন করা দুই স্থানীয় ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও আরিফুল হক ছিলেন ব্যর্থতার মিছিলে। রিটেইন করা বিদেশি ক্রিকেটার কার্লোস ব্রাফেটও জ্বলে উঠতে পারেননি।
সামনেই জাতীয় দলের আন্তর্জাতিক সূচি। নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে কিছুদিনের মধ্যেই উড়াল দেবেন মাহমুদউল্লাহ। ছন্দহীন মাহমুদউল্লাহর আন্তর্জাতিক মঞ্চে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে এ স্পিন অলরাউন্ডারের বিশ্বাস বিপিএলের পারফরম্যান্স আন্তর্জাতিক মঞ্চে প্রভাব ফেলবে না।
‘‘বিপিএলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়বে কেন? আমার পারফরম্যান্স লেভেলেটা এখনো নেতিবাচকে যায়নি। কারণ পুরো ক্যারিয়ারেই লড়াই করতে করতে যাচ্ছি। আমার এতোটুকু আত্মবিশ্বাসী আছে নিউজিল্যান্ডে ভালো করতে পারবো। হয়তো আমাকে একটু কষ্ট করতে হবে। আরও কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে। এরজন্য আমি শতভাগের থেকেও বেশি করতে করতে প্রস্তুত।’’
২০১৬-১৭ মৌসুমে বাংলাদেশ শেষ নিউজিল্যান্ড সফর করেছিল। ওয়ানডে সিরিজ ৩-০ এবং টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ। দলের ব্যর্থতার সঙ্গী ছিলেন মাহমুদউল্লাহও। ২ টেস্টে মাত্র ৮৮ ও তিন ওয়ানডেতে করেছিলেন ৪ রান। তবে ওই বছরই চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েছিলেন মাহমুদউল্লাহ। তাই পুরনো বাজে স্মৃতি ভুলে সামনে তাকিয়ে দলের সিনিয়র এ ক্রিকেটার।
‘‘পুরনো ভালো স্মৃতি এখনও মনে আছে । ভালো লাগে যখন চিন্তা করি। সামনে নতুন সিরিজ,নতুন চ্যালেঞ্জ। অতীতে কি হয়েছে সেগুলো নতুন ম্যাচে প্রভাব ফেলে না। আমাকে নতুন করেই শুরু করতে হবে।’’
Leave a Reply