লোকালয় ২৪

বিদ্যুৎ পেয়ে উল্লাসিত লাখাই প্রত্যন্ত এলাকার জনগণ

lokaloy24.com

lokaloy24.com

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের প্রত্যন্ত এলাকা কামালপুর। বর্ষাকালে এলাকাটি থাকে জলমগ্ন। ওই এলাকার মানুষজন নিজেদেরকে একরকম অবহেলিত এলাকার জনগণ হিসাবে মেনে নিয়ে উন্নয়নের স্বপ্ন দেখা ভুলেই গিয়েছিলেন। তবে এডভোকেট মোঃ আবু জাহির এমপি দুইবার নির্বাচিত হওয়ার পর দূর করেছেন তাদের সেই হতাশা। এবার এমপি আবু জাহিরেরই দেয়া বিদ্যুতায়নের মাধ্যমে উন্নয়নে আরো একধাপ এগিয়ে গেল এলাকাটি। শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির ওই গ্রামের ২২৬টি পরিবারে আনুষ্ঠানিকভাবে বিদ্যুতায়নের উদ্বোধন করেন। পরে তিনি স্থানীয় এলাকাবাসী আয়োজিত কামালপুর মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। জনসভায় এলাকার নানা শ্রেণি-পেশার লোকজন জড়ো হয়ে আনন্দ উল্লাস করেন। এ সময় তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিয়ে আবু জাহির এমপিকে নির্বাচিত করার ঘোষণা দেন। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ ছোলায়মান মিয়া জানান, ৬৮ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে কামালপুর গ্রামে এই বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে এই সংযোগটির মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তবায়ন হয়েছে বলেও জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, বর্তমান সরকার সারাদেশের সকল ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি শতভাগ বিদ্যুতায়নও শেষ পর্যায়ে নিয়ে এসেছে। এছাড়াও তার মাধ্যমে হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা দিয়ে আগামীতেও আওয়ামী লীগকে বিজয়ী করার আহবান জানান তিনি। এ সময় তিনি বলেন, অন্যান্য এলাকার আগেই হবিগঞ্জ-লাখাইয়ে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত হয়েছে প্রায়। তিনি আরো বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করাই হচ্ছে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য। এই বিষয়েকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে প্রতিটি নেতাকর্মীকে স্ব-স্ব জায়গায় থেকে কাজ করতে হবে। এ সময় বিএনপি-জামায়াতের সমালোচনা করে এমপি আবু জাহির বলেন, তারা যতবার মতায় গিয়েছে দেশের সম্পদ লুটপাট করে মানুষকে ধোকা দিয়েছে। আর আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই জনগণের অধিকার আদায়ে কাজ করেছে। জাতির পিতার নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছিল। আর তারই সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনা সকল প্রতিকুল পরিস্থিতির মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নত বাংলাদেশেল দিকে। আওয়ামী লীগ নেতা নুর মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ ছোলায়মান মিয়া, লাখাই পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক এমএ মতিন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারমান শেখ মুক্তার হোসেন বেনু, লাখ্ইা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলমগীর আলম মাহফুজ। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা নিতাই চন্দ্র দাস। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের মাঝে বক্তব্য রাখেন শরীফ উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, দেলোয়ার হোসেন, মাওলানা মোজাম্মেল হক খান, মোঃ রমজান মিয়া, মোঃ ছোয়াব মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নরুল ইসলাম ও গীতা পাঠ করেন হরিপদ চক্রবর্তী। বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষে জনসভা উপলক্ষে দুপুর থেকেই কামালপুর ও আশপাশের এলাকা থেকে লোকজন ব্যানার-ফেস্টুন সহকারে আনন্দ মিছিল সহকারে এসে উপস্থিত হন। পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং এলাকার যুব সমাজের প থেকে এমপি আবু জাহিরকে একে একে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, বিদ্যাভূষণ দাশ, ফিরোজ মিয়া, মোঃ মিরজাহান মিয়া, জাহাঙ্গীর আলম, দেওয়ান মারুফ তালুকদার, মনির হোসেন মোল্লাস, সেন্টু মেম্বার, ইমদাদুল হক রমজান ও সিরাজুল ইসলামসহ অনেকেই।