আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ করেছেন, বাংলাদেশে জোর করে হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছে। এ ছাড়া বাংলাদেশে অনেক হিন্দু মন্দির বলপূর্বক দখল করে নেওয়া হচ্ছে। এই ধরনের আক্রমণ বন্ধ না হলে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন বিজেপির এই সিনিয়র নেতা।
৩০ সেপ্টেম্বর, রবিবার ত্রিপুরার আগরতলাতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন বলে ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডে জানানো হয়েছে।
সুব্রহ্মণ্যম বলেন, ‘শেখ হাসিনার সরকারের প্রতি ভারতের সমর্থন রয়েছে। কিন্তু হিন্দুদের প্রতি এ ধরনের আচরণ বন্ধ করতে হবে। অন্যথায় বাংলাদেশ দখল করতে হবে। আমি সরকারকে সেই পরামর্শই দেব।’
প্রতিবেদনে আরও জানা গেছে, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপরে এই ‘পাগলামি’ অবিলম্বে বন্ধ করার দাবি করেছেন সুব্রহ্মণ্যম স্বামী।
এ ছাড়া সংবাদ সম্মেলনে সুব্রহ্মণ্যম পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানকে পিয়ন বলে তীর্যক মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘সেনা, আইএসআই (পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স) এবং জঙ্গিদের দ্বারা পরিচালিত পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের একজন চাপরাশি ছাড়া আর কিছু নয়। তাকে প্রধানমন্ত্রী বলা হলেও তার ভূমিকা শুধু একজন চাপরাশির।