লোকালয় ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
১৬ ডিসেম্বর, রবিবার দিবাগত রাতে কিরণগঞ্জ সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম (২২) উপজেলার কিরণগঞ্জের ঝাড়–টোলা গ্রামের মুরশেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত রহিম একজন মাদক ব্যবসায়ী ছিলেন। রবিবার রাত সাড়ে ৩টার দিকে তিনি কিরণগঞ্জ সীমান্তের ১৭৮ নং পিলার এলাকায় গেলে বিএসএফের ২০০ দিঘি ক্যাম্পের সদস্যরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যায় রহিম।
খবর পেয়ে সোমবার সকালে বিজিবির সহায়তায় শিবগঞ্জ থানা পুলিশ সীমান্ত এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের দাবি বিএসএফের গুলিতেই মারা গেছে রহিম। নিহত রহিমের মাথা, চোখসহ দেহের বিভিন্ন স্থানে শটগানের গুলির দাগ রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম সালাহ উদ্দিন জানান, বিএসএফের গুলিতে রহিম মারা গেছে কি না- তা নিশ্চিত হয়া যায়নি। বিষয়টির তদন্ত চলছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।