লোকালয় ২৪

বিএনপি বানচালের ফাঁদ তৈরি করছে: তথ্যমন্ত্রী

বিএনপি বানচালের ফাঁদ তৈরি করছে: তথ্যমন্ত্রী

লোকালয় ডেস্কঃ বিএনপি শর্ত দিয়ে নির্বাচন বানচালের ফাঁদ তৈরি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

২২ জুন, শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী।

জাসদ সভাপতি বলেন, ‘যারা শেখ হাসিনার পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির বিষয়টি শর্ত করছে, তারা বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্রের বীজ বপন করছে। এই দুই শর্ত যারা আরোপ করে, তারা নির্বাচন বানচালের ফাঁদ তৈরি করছে।

বিএনপি নেতারা নির্বাচনের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছেন। বিএনপি-জামায়াত জঙ্গি, যুদ্ধাপরাধী, আগুন সন্ত্রাসীদের প্রত্যক্ষ দোসর ও গণতন্ত্রের জন্য বিপদ।

সামরিক শাসনের আমদানিকারক, জামায়াত, জঙ্গি, যুদ্ধাপরাধী, আগুন সন্ত্রাসী ও তাদের দোসর বিএনপিকে রাজনীতি-ক্ষমতা থেকে কীভাবে বাইরে রাখা যায়, সেই বিষয়টা আলোচনার বিষয়বস্তু হতে পারে। নির্বাচনে আসা বা না আসা নিয়ে কোনো আলোচনার প্রশ্নই আসে না।’

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।