বিএনপির ৫ দফা নিয়ে যা বললেন আওয়ামী লীগ

বিএনপির ৫ দফা নিয়ে যা বললেন আওয়ামী লীগ

http://lokaloy24.com
http://lokaloy24.com

লোকালয় ডেস্ক:করোনাভাইরাস মোকাবিলায় বিএনপির দেওয়া ৫ দফা প্রস্তাব চর্বিতচর্বণ। এতে সংকট উত্তরণের জন্য নতুন কিছু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (৯ জুলাই) সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, প্রস্তাবে সরকারকে পরামর্শ দিলেও একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব কী তা নিয়ে একটি কথাও বলা হয়নি। বিএনপি দেশের এই সংকটে মানুষের পাশে তো দাঁড়ায়ইনি, স্বাস্থ্যবিধি সম্পর্কে তাদের ন্যূনতম কোনো সচেতনতামূলক ক্যাম্পেইন করতেও দেখা যায়ন

 

 

ওবায়দুল কাদের বলেন, দুর্যোগ কিংবা সংকটে জনগণ থেকে দুরে সরে উট পাখির মত বালিতে মাথা গুঁজে রাখার নীতিই বিএনপির রাজনীতি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনাকালেও তারা সেই নীতি অনুসরণ করছে। অপরদিকে শেখ হাসিনা সরকার জনগণের সাথে ছিলো, আছে এবং থাকবে

 

তিনি বলেন, বিএনপি এর পরে একদিন বলতে শুরু করবে, সরকার বিএনপির পাঁচ দফা প্রস্তাব মানলে পরিস্থিতির আরও উন্নতি ঘটতো।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com