লোকালয় ২৪

বিএনপির স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে যাবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতারা ক্ষমতার সিংহাসনের যে স্বপ্ন দেখছেন তা তাসের ঘরের মতো ভেঙে যাবে বলে বুধবার মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগের কোনো ক্ষমতাকেন্দ্রিক উচ্চবিলাসী প্রাসাদ নেই যে সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বরং বিএনপি নেতাদের বলতে চাই, আপনারা যে ক্ষমতার সিংহাসনের স্বপ্ন দেখছেন তা তাসের ঘরের মতো ভেঙে যাবে।’

জনগণ পুনরায় রাস্তায় নেমে আসলে সরকারের তাসের ঘর ভেঙে পড়বে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মঙ্গলবার যে মন্তব্য করেছিলেন তার জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এসব কথা বলেন।

রাজধানীর শ্যামলীতে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিএনপি নয় মাসে একটা আন্দোলন করতে পারল না, আর তিন মাসে তা পারবে? তাদের এ দেশের মানুষ বিশ্বাস করে না। তাদের এসব হুমকিতে কেউ ভয় পায় না।’

বিএনপির উদ্দেশে তিনি আরো বলেন, ‘ক্ষমতায় আসতে হলে জনগণের কাছে যান, সুস্থ রাজনীতি করুন। আমরা দেশে যে উন্নয়ন করেছি সে উন্নয়ন অব্যাহত থাকবে এবং জনগণের পাশে আমরা আছি।’

নির্বাচনের আগে রাজনৈতিক নেতা-কর্মীদের আটক না করতে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বানের জবাবে মন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে এবং আইনের বিচারে যারা অপরাধী তাদের নিরাপত্তার স্বার্থে গ্রেপ্তার না করার কোনো কারণ নেই। যারা অহিংস ও ইতিবাচক রাজনীতি করেন, যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই এবং জঙ্গি ও সন্ত্রাসের অভিযোগ নাই তাদের গ্রেপ্তার করা হবে না।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি সবিনয় অনুরোধ করে বলব সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাদের আন্দোলনের প্রয়োজন হবে না। আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে। আপনারা সেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিন। আপনারা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে সুস্থ আন্দোলন করেন তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু যদি হিংস্র আন্দোলন করেন তাহলে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে যা করা দরকার সে ব্যবস্থা নেয়া হবে।’