সংবাদ শিরোনাম :
বিএনপির নারী সাংসদ হচ্ছেন রুমিন ফারহানা

বিএনপির নারী সাংসদ হচ্ছেন রুমিন ফারহানা

বিএনপির নারী সাংসদ হচ্ছেন রুমিন ফারহানা
বিএনপির নারী সাংসদ হচ্ছেন রুমিন ফারহানা

ঢাকা- একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি নিজেই মনোনয়ন পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশনে রুমিন ফারহানা মনোনয়নপত্র জমা দিতে গেছেন বলে জানা গেছে।

একটি সূত্র জানায়, রোববার দিনগত রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ডেকে তার হাতে মনোনয়নপত্র দেওয়া হয়। এ সময় স্কাইপেতে তারেক রহমান তাকে মনোনয়ন দিতে দলকে নির্দেশ দেন।

আইনজ্ঞ হিসেবে রুমিন ফারহানা টিভি টক শোসহ দলের বিভিন্ন সেলেও কাজ করছেন। বিএনপি নেতাকর্মীরা মনে করেন, দলীয় বক্তব্য জাতিকে জানাতে সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারেন রুমিন ফারহানা।

প্রসঙ্গত, গত বুধবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বিএনপির একটি নারী আসনের জন্য তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০ মের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ মে এবং ভোট ১৬ জুন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com