লোকালয় ২৪

বিএনপির কাছে গণতন্ত্র ও উন্নয়ন আশা করা যায় না: তথ্যমন্ত্রী

বিএনপির কাছে গণতন্ত্র ও উন্নয়ন আশা করা যায় না: তথ্যমন্ত্রী

বার্তা ডেস্কঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি রাজাকার পরিহারে নীরব এবং দুর্নীতিবাজ রক্ষায় সরব। তাই তাদের কাছ থেকে গণতন্ত্র ও উন্নয়ন আশা করা যায় না। মুখে গণতন্ত্রের কথা বললেও তারা রাজাকার পরিহারে চরম নীরবতা পালন করছে। এই দলকে ক্ষমতার বাইরে রাখাই বাঞ্ছনীয়।

আজ শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া দিশা টাওয়ারে কবি ও লেখক জিয়াউর রহমানের লেখা তিনটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ড নিয়ে হাসানুল হক ইনু বলেন, ১০ বছর ধরে খোলা আদালতে মামলা চলেছে, তিনবার আদালত বদল হয়েছে। তাঁদের পছন্দমতো আদালতেই সেই মামলার রায়ের পর তাঁরা বলছেন, মিথ্যা মামলা। তাহলে প্রথম দিনই আদালত অস্বীকার করা উচিত ছিল।

এ সময় মিয়ানমার সীমান্তে উত্তেজনার প্রসঙ্গ উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, ‘এ বিষয়ে আমরা সতর্ক আছি। মিয়ানমার বিষয় নিয়ে বর্তমান সরকার ও আন্তর্জাতিক অঙ্গন পরিষ্কার অবস্থান নিয়েছে। বাংলাদেশ ও বিশ্ববাসী একদিকে আর মিয়ানমার এখন একঘরে।’ তিনি আরো বলেন, সরকারের প্রচেষ্টায় মিয়ানমার আলোচনায় বসতে রাজি হয়েছে।

বইয়ের মোড়ক উন্মোচনের সময় লেখক ছাড়াও কুষ্টিয়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শাহজাহান আলী, জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন