সংবাদ শিরোনাম :
বাড়ির পাশ থেকে কিশোরীর লাশ উদ্ধার, পরিবারের দাবি ধর্ষণের পর হত্যা

বাড়ির পাশ থেকে কিশোরীর লাশ উদ্ধার, পরিবারের দাবি ধর্ষণের পর হত্যা

মৌলভীবাজারের কুলাউড়ায় বাড়ির পাশ থেকে পপি সরকার (১২) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রাম থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত পপির বাবা দিগেন্দ্র সরকার ও মা আশুলতার দাবি, ১৫ দিন আগে তাঁদের মেয়েকে ধর্ষণ করে স্থানীয় বাসিন্দা সুরমান মিয়া (২৫)। পরবর্তীতে এ ঘটনা ধামাচাপা দিতে ফের ধর্ষণ করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

পপি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের দিগেন্দ্র সরকারের বড় মেয়ে। দিগেন্দ্র চার মাস ধরে উপেজেলার সুলতানপুর গ্রামের স্থানীয় বাসিন্দা ও সাবেক শিক্ষক কামাল হোসেন চৌধুরীর বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন।

পুলিশ ও কিশোরীর বাবার ভাষ্যমতে, সোমবার রাত ১২টার দিকে পপি তার মায়ের সাথে ঘুমাতে যান। সাড়ে ৩টার দিকে আশুলতা ঘুম থেকে উঠে দেখেন তাঁর মেয়ে ঘরে নেই। এ সময় আশুলতা ও দিগেন্দ্র ঘরের জানালা খোলা এবং জানালার ওপর বিস্কুট ঝোলানো রয়েছে দেখতে পান। অনেক খোঁজাখুজি করার পর সকাল ৯টার দিকে তাঁদের ঘরের পেছনে একটু অদূরে গলায় ওড়না পেঁচানো ও মাটিতে উপুড় অবস্থায় পপির দেহ দেখতে পান। এ সময় পপির নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে খবর পেয়ে দুপুরে কুলাউড়া থানার উপপরিদর্শক মো. হারুনুর রশীদ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নিয়ে যান।

পপির বাবা দিগেন্দ্র সরকার বিকেলে গণমাধ্যমকে বলেন, প্রায় ১৫ দিন আগে পপি সরকারকে আইসক্রিমের লোভ দেখিয়ে ধর্ষণ করে সুরমান মিয়া। সুরমান স্থানীয় ইউপি সদস্য কিবরিয়া হোসেন খোকনের আইসক্রিম ফ্যাক্টরিতে চাকরি করে। আমি বিষয়টি থানায় অভিযোগ করতে চাইলে পৃথিমপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কিবরিয়া হোসেন খোকন জোরপূর্বক বাড়ির মালিক (দিগেন্দ্র যে বাড়িতে ভাড়া থাকেন) কামাল হোসেন চৌধুরীর রবিরবাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে সালিস বৈঠক করে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। বৈঠকে সুরমানের পক্ষ থেকে ১০ হাজার টাকা আমাকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিষয়টি নিষ্পত্তি হয়েছে এই মর্মে সাদা কাগজে আমাকে টিপসই দেওয়ার জন্য বলেন ওই দুই ইউপি সদস্য। আমি বিষয়টি মানিনি। থানায় অভিযোগ করার চেষ্টা করি। তখন আমাকে এবং আমার স্ত্রীকে ভয়ভীতি দেখায় সুরমান ও কাজল। এর জেরে সোমবার রাতে বিস্কুটের লোভ দেখিয়ে সুরমান ও কাজল আমার মেয়েকে ঘর থেকে বের করে নিয়ে যায়। পরে আমার মেয়েকে ধর্ষণ করে হত্যা করে ফেলে রেখে যায়। ’

পৃথিমপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিনের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বৈঠকের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘ধর্ষণের ঘটনায় কোনো সালিস বৈঠক করা যায় না। আমি কোনো বৈঠকে ছিলাম না।  হয়তো আইসক্রিম ফ্যাক্টরির মালিক যিনি তিনি বৈঠক করতে পারেন। মেয়েটির মৃত্যুর খবর সকালে পেয়ে থানা পুলিশকে বিষয়টি জানালে তারা এসে লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে। ’

১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কিবরিয়া হোসেন খোকন বলেন, ‘ধর্ষণের ঘটনা সত্য নয়। দিগেন্দ্রর মেয়ে পপি মানসিক রোগী। সুরমান ওই এলাকায় আইসক্রিম বিক্রি করতে গেলে পপি তার কাছে আইসক্রিম চায়। তখন সুরমান তাকে আইসক্রম দেয়নি। এ জন্য পপির মা ও বাবা মিলে সুরমানকে মারধর করে। বিষয়টি নিয়ে বাড়ির মালিক কামাল চৌধুরীর দোকানে স্থানীয় মেম্বার আব্দুল মতিনসহ আমরা পপির মা বাবাকে নিয়ে বৈঠক করি। ’

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। থানায় পপির বাবা বাদী হয়ে সুরমান ও কাজলকে অভিযুক্ত করে মামলা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিষয়টি পুরোপুরিভাবে জানা যাবে। ’

ধর্ষণের ঘটনায় সালিস বৈঠকের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখব কী ঘটেছিল ওই বৈঠকে। ’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com