বাহুবল প্রতিনিধিঃ বাহুবল সদরস্থ ঐতিহ্যবাহী দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অলিউর রহমান অলি’র সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক অসুখ রঞ্জন আচার্য্য ও জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা পিপিএম (বার)। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, শিক্ষক আবুল ফজল, প্রাক্তন ছাত্র ফেরদৌস আহমেদ হৃদয়, ছাত্র আহমেদ দোহা। কোরআন থেকে তেলাওয়া করেন ছাত্র এহসানুল হক রূপম, গীতা পাঠ করেন শিক্ষক অসুখ রঞ্জন আচার্য্য। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কবির আহমেদ, আব্দুল কাইয়ূম ও ফরিদ মিয়া তালুকদার, সৃজন বিদ্যাপীঠ জুনিয়র হাই স্কুলের পরিচালক আব্দুল মুছাব্বির শাহীন, কিশলয় জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ জামাল আহমেদ, ডিএনআই-এর সাবেক প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, সাবেক সহকারি প্রধান শিক্ষক বীরেন্দ্র কুমার দাশ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মিলন আখঞ্জী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ সোহেল আহমেদ প্রমুখ।
সভার পূর্বে প্রধান অতিথি বিদ্যালয়ে নবনির্মিত তিনতলা ভবনের উদ্বোধন করেন।