লোকালয় ২৪

বাহুবল ভুমি অফিসের ছত্রছায়ায় ধলিয়া ছড়া থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন চলছে।

বাহুবল ভুমি অফিসের ছত্রছায়ায় ধলিয়া

ছড়া থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন চলছেঃ

সৈয়দ আব্দুল মান্নান বাহুবল হবিগঞ্জ থেকে।। হবিগঞ্জের বাহুবল উপজেলার বাহুবল সদর ইউনিয়নের ধলিয়া ছড়া বালু মহাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন চলছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে স্হানীয় হরিতলা গ্রামের প্রভাবশালী আব্দুর রহিম ও আব্দুল কালাম উপজেলা ভুমি অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারীর ছত্রছায়ায় ড্রেজার

মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। এতে হরিতলা গ্রামের রফিকুল ইসলাম, আব্দুস সালাম,রঘুনাথ কৈরী প্রমুখসহ আশপাশের লোকজনের জমিজমা ক্ষতিগ্রস্হ হচ্ছে। এ প্রতিবেদক সরেজমিনে গেলে ক্ষতিগ্রস্হ লোকজন এ তথ্য জানান। এলাকাবাসী আরো জানান অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রতিবাদ জানালে প্রভাবশালীরা জানায় আমরা উপজেলা ভুমি অফিসের অনুমতি নিয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছি। একটি সুত্র জানায় ধলিয়া ছড়া বালু মহালটি সিলিকা বালু মহাল হওয়ায় খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। এ সুবাদে বালু মহালটিতে অবাধে বালু হরিলুট হচ্ছে। সরকারি সম্পদ রক্ষায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বলিষ্ঠ ভুমিকার পরিবর্তে এমন উদাসীনতায় সচেতন মহল হতাশা ব্যক্ত করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন আমি বিষয়টি দেখছি।