লোকালয় ২৪

বাহুবলে সুয়েব চৌধুরী হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

হবিগঞ্জের বাহুবলে আবুল খায়ের চৌধুরী সুয়েব হত্যা মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে তার দেয়া তথ্যমতে হত্যার কাছে ব্যবহৃত ছুরা, লোহার রড, বটি ও দা জব্দ করা হয়।

শনিবার দিবাগত রাতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের এএসপি আব্দুল্লাহ আল নোমান জানান, শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নবীগঞ্জ থেকে মামলার অন্যতম আসামী মোনশেদ মিয়াকে (৩৬) গ্রেপ্তার করা হয়। পরে শনিবার বিকেলে তাকে বাহুবল থানায় হস্থান্তর করা হয়।

গ্রেপ্তার মোনশেদ মিয়া বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের শওকত আলীর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকতা বাহুবল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু মোকসেদ জানান, আসামীর দেয়া তথ্যমতে ঘটনারস্থল পরিদর্শন করা হয় এবং আসামীদের বাড়ি থেকে হত্যায় ব্যবহ্নত ছুরা, লোহার রড, বটি ও দা’সহ গুরুত্বপূর্ণ আলমত জব্দ করা হয়েছে। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।

তিনি বলেন, মামলার বাকি আসামীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলাবাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।

গত ৬ সেপ্টেম্বর বিকেলে পূর্ব বিরোধের জের ধরে সুয়েব চৌধুরীকে কুপিয়ে হত্যা করে গ্রেপ্তারকৃত মোনশেদ আলীসহ একদল লোক। এ ঘটনার পরদিন নিহতর মা রহিমা চৌধুরী ৭ জনের নাম উল্লেখসহ ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করে বাহুবল মডেল থানায় হত্যা মামলা করেন।

নিহত সুয়েব চৌধুরী বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের শঙ্করপুর গ্রামের আব্দুল কাইয়ুম চৌধুরীর ছেলে।