বাহুবলে যাত্রীবাহি বাস উল্টে খাদে, আহত ৩০

বাহুবলে যাত্রীবাহি বাস উল্টে খাদে, আহত ৩০

বাহুবলে যাত্রীবাহি বাস উল্টে খাদে, আহত ৩০
বাহুবলে যাত্রীবাহি বাস উল্টে খাদে, আহত ৩০

বাহুবল (হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে মহাসড়কের পাশে রাখা অবৈধ বালুর স্তুপের গর্তে পড়ে নিয়ন্ত্রন হারিয়ে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহি বাস উল্টে খাদে পড়ে নারীসহ অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে।

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার বিকাল ৩টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের পুটিজুরী এলাকার মাজার গেইট নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো- ব ১৫-২৪১৫) ঘুরি ঘুরি বৃষ্টিতে মহাসড়কের পাশে রাখা বালুর স্তুপের গর্তের মধ্যে পড়ে  নিয়ন্ত্রন হারিয়ে উল্টে মহাসড়কের নিচে পড়ে যায়। এ দুর্ঘটনায় বাসে থাকা নারীযাত্রীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই রফিক আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে বালু রাখার কারনে প্রতিনিয়তই এমন দুর্ঘটনা ঘটছে। বালু স্তুপে মহাসড়কের পাশে পানি জমে যাওয়ায় গাড়ির চালক গাড়িটি নিয়ন্ত্রন করতে পারেন নি।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক বলেন, মহাসড়কের পাশে বালুর রাখার দায়ে আমাদের অভিযান অব্যহত রয়েছে, তিনি ঘটনাস্থলে স্থানীয় তহশিলদারকে এখনই পাঠাচ্ছেন বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com