লোকালয় ২৪

বাহুবলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

বাহুবলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে বন্যার্তদের ত্রাণ বিতরণ করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

আজ শনিবার (২০ জুলাই) সকাল ১১টায় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এতে হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলার জননন্দিত উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, নবাগত ইউএনও জনাব আয়েশা হক, প্রকল্প কর্মকর্তা আশীষ কর্মকার, ৭নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বশির, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ইউপি সদস্য গণ, স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ মহোদয় বন্যার্তদের পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য যে, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আয়েশা হক মহোদয় বানবাসীদের পাশে থেকে খোঁজখবর নিচ্ছেন এবং এলাকার সাধারণ মানুষের কথা চিন্তা করেই স্থানীয়দের সহযোগিতায় বাঁশের সাঁকো নির্মাণ করে যাতায়াতের সুবিধা করে দেন।