লোকালয় ২৪

বাহুবলে ডাকাত সর্দারসহ ৫ ওয়ারেন্টভূক্ত আসামি আটক

বাহুবলে ডাকাত সর্দারসহ ৫ ওয়ারেন্টভূক্ত আসামি আটক

বাহুবল প্রতিনিধি: বাহুবলে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সুমন মিয়া (৩০) সহ ৫ ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার মধ্য রাতে বাহুবল মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই অমৃত সাহা, মোঃ সজিব মিয়া, সহিদুল ইসলাম ও এএসআই আনোয়ার হোসেনের যৌথ নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের আব্দুল রাজ্জাকের পুত্র আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মোঃ সুমন মিয়া (৩০) ও একই উপজেলার লাকড়ীপাড়া গ্রামের মৃত ইন্তাজ উল্লার পুত্র ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সিরাজ মিয়া (৩০), আব্দুল্লাহপুর গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র কুতুব আলী (৫৫), দক্ষিণ স্নানঘাট গ্রামের আমজদ উল্লাহর পুত্র মহিদ মিয়া (৩৫) ও তিতারকোণা গ্রামের মকসুদ আলীর পুত্র কবির মিয়া (২৮) কে আটক করে।
এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, ডাকাত সর্দার সুমন মিয়াকে গ্রেফতারের লক্ষ্যে দীর্ঘদিন ধরে খোঁজছে পুলিশ। সে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়ে ডাকাত সুমনসহ ৫ ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।