বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সাটিয়াজুরী রেলস্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে।
তাৎক্ষনিক নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা ধারনা করছেন সে মানষিক রোগী। তার গায়ে একটি জাম্পার রয়েছে, পড়নে গেঞ্জি।
জানা যায়, সিলেট থেকে ঢাকা গামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাষ্টার জানান, কালনী ট্রেনের চালক অামাদের বিষয়টি জানিয়েছেন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে কিছুক্ষনের মধ্যে রওয়ানা হবেন বলেও জানান তিনি।