বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ট্রাক চাপায় আলফু মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। গুরুতর আহত অবস্থায়য় একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের চলিতাতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত বৃদ্ধ উপজেলার নারিকেল তলা গ্রামের মৃত মারফত উল্লার ছেলে।
আহতরা হলেন উপজেলার বকুল পুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সোহেল মিয়া (৩০) ও একই উপজেলার মানিকা গ্রামের মানিক মিয়ার ছেলে রাহেল আহমদ (১৩)।
গুরুতর আহত অবস্থায় সোহেল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ট্রাক চালক ও হেলপারকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতাকে শান্তনা দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
বাহুবল মডেল থানার ওসি-তদন্ত আলমগীর কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক চলিতাতলা নামক স্থানে পৌছলে পথচারী রাস্তা পার হতে গিয়ে এদিক সেদিক ছুটাছুঠি করতে গিয়ে ট্রাক তাকে চাপা দিয়ে একটি সিএনজি অটোরিক্সাকে চাপ দেয়।ঘটনাস্থল থেকে বৃদ্ধকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
Leave a Reply