বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবলের ফয়জাবাদ পাহাড়ি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে। এ সময় ঘটনাস্থল থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়।
মঙ্গলবার (৯অক্টোবর) বিকাল ৫টার টার দিকে এ অভিযান চালায় বাহুবল মডেল থানা পুলিশ।
জানা যায়, উপজেলার ফয়জাবাদ এলাকার পাহাড়ি এলাকায় জুয়া খেলা হচ্ছে, এমন সংবাদের অভিযোগ পেয়ে সেখানে কামাইছড়া ফাড়ির ইনচার্জ এসআই মরম আলী এএসআই শীতিল এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় সেখান থেকে জুয়া খেলারত অবস্থায় ৪ ব্যাক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার ফজাবাদ এলাকার মৃত হরিসদরের পুত্র সুকসাগর(৫৫) হরিতলার আব্দুল খালেকের পুত্র সেলিম মিয়া(২৮) পুর্ব রসুলপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে আইয়ুব আলী(৪০), একই গ্রামের আশিদুলের পুত্র জাবিদ উল্লাহ (২৭)
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি মোঃ মাসুক আলী জানান, এঘটনায় মামলা হয়েছে আটককৃতদেরকে আদালতে প্রেরণ করা হবে। জোয়ারিদের বিরুদ্ধে সকল প্রকার জুয়া খেলা বন্ধ ঘোষনা করে অভিযান অব্যাহত থাকবে এবং এলাকাবাসীদের তথ্যদিয়ে সহায়তার আহবান জানান।