নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: বাহুবলের কামাইছড়া থেকে প্রাইভেটকারসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেউন্দি চা-বাগান থেকে ডাকাতি হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ বেশ কিছু লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ৩ টার দিকে তাদেরকে গ্রেফতার করে চেকপোষ্টে ডিউটিরত একদল পুলিশ।
গ্রেফতারকৃতরা হল, চুনারুঘাট উপজেলার গাভীগাও গ্রামের মৃত শেখ ময়না মিয়ার পুত্র শেখ শাহীন (৩২), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সিন্দুর খান গ্রামের আব্দুল জাব্বারের পুত্র ইমরান হোসেন (২২) ও কমলগঞ্জ থানার পতনগাও গ্রামের মর্তুজ আলীর পুত্র ইয়াছিন ওরফে কালা বাবুল।
হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে ২টি সোনার বালা, ১টি রুলি, ৩টি মোবাইল ফোন, নগদ টাকা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। তারা সবাই ডাকাতদলের সক্রিয় সদস্য।
তাদের বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও তাদের দেউন্দি চা বাগানের ডাকাতির ঘটনার সম্পৃক্ততা পাওয়া গেছে। ডাকাতদের মধ্যে কালা বাবুল একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে ৮টি ডাকাতি মামলা ও অস্ত্র আইনে মামলা রয়েছে।