বাহুবলে উৎকোচ গ্রহনের অভিযোগে ইউপি সদস্যের স্বামী আটক

বাহুবলে উৎকোচ গ্রহনের অভিযোগে ইউপি সদস্যের স্বামী আটক

বাহুবলে উৎকোচ গ্রহনের অভিযোগে ইউপি সদস্যের স্বামী আটক
বাহুবলে উৎকোচ গ্রহনের অভিযোগে ইউপি সদস্যের স্বামী আটক

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় বয়স্ক ভাতা বিতরণের সময় উৎকোচ গ্রহনের অভিযোগে কাজল দেব (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

রোববার (পহেলা ডিসেম্বর) দুপুরে ডিএসবির তথ্যমতে বাহুবল মডেল থানা পুলিশ তাকে আটক করে।

দন্ডপ্রাপ্ত কাজল দেব উপজেলার সদর ইউনিয়নের বাহুবল গ্রামের ক্ষিরো দেব এর ছেলে। সে বাহুবল সদর ইউনিয়ন এর সংরক্ষিত আসনের মেম্বার শিল্পী রাণীর স্বামী।

জানা যায়, বাহুবল উপজেলা সমাজ সেবা অফিস কর্তৃক বয়স্ক ভাতার কার্ডের টাকা সোনালী ব্যাংক থেকে উত্তোলন করতে যায় ভাতাভোগীরা। এসময় কাজল দেব ব্যাংকে দাড়িয়ে প্রতিটি ভাতাভোগীদের কাছ থেকে ১ হাজার টাকা করে উৎকোচ (ঘুষ) গ্রহণ করে। ডিএসবির মাধ্যমে এ অভিযোগ পেয়ে পুলিশ তাকে হাতে নাতে আটক করে বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসে।

পরে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আয়েশা হক মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com