লোকালয় ২৪

বাহুবলের স্নানঘাট ইউনিয়নে ১ কোটি ৩৫ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

বাহুবলের স্নানঘাট ইউনিয়নে ১ কোটি ৩৫ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

বাহুবল প্রতিনিধিঃ বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ বৎসরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ বাজেট ঘোষণা করা হয়। ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলমের সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ হুসাইন কবীর তালুকদারের পরিচালনা বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার আমজাদ হোসেন ভূইয়া, বাহুবল মডেল প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সফি মিয়া। বক্তব্য রাখেন উলামালীগ নেতা শফিকুর রহমান, ইউপি মেম্বার নানু মিয়া, আবিদুর রহমান, আব্দুল মতলিব, জয়দেব কুমার, রিনা রাণী, আওয়ামীলীগ নেতা সবিনয় দাশ, ছাত্রলীগ নেতা নুরুল হক প্রমুখ।

এ সময় সভায় সকলের উপস্থিতিতে ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম। এবারের বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার ৫ শত ২ টাকা। শিক্ষা, স্বাস্থ্য, দরিদ্র হ্রাস করণে সামাজিক নিরাপত্তা ও আর্থ সামাজিক অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ বাজেট রেখে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৫ লাভ ৩৭ হাজার ৭ শত ৫৮ টাকা।