নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় গড়ে উঠা অবৈধ ইটভাটা গুলি ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে উপজেলার সীমান্তবর্তী লস্করপুর এলাকার নিউ সুজাত ব্রিকস গুড়িয়ে দেওয়ার মাধ্যমে অভিযান শুরু করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইসরাত জাহান পান্না।
বেলা ১টা এ রিপোর্ট লেখা পর্যন্ত মেট্রো ব্রিকসও গুড়িয়ে দিয়ে সাগর ব্রিকস ভাঙ্গার কাজ চলছে।
দীর্ঘদিন ধরে তারা পরিবেশের ছাড়পত্র লাইসেন্স ছাড়াই ইটভাটা পরিচালনা করে আসছিল। সিলেটের রিজার্ভ পুলিশ, হবিগঞ্জ সদরের ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের সদস্যরা এ অভিযানে উপস্থিত ছিলেন।
এ দিকে অভিযান খবর পেয়ে সাগর ব্রিকস ও ভরসা ব্রিকসের মালিকরা আগুন নিভানোর কাজ করছেন বলে একটি সূত্র জানায়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইসরাত জাহান পান্না বলেন, বাহুবল থেকে অভিযান শুরু হয়েছে চলবে পুরো জেলাতেই।