লোকালয় ডেস্কঃ রাজধানীর গুলশান-১ নম্বর লিংক রোডে হাতিরঝিল ওয়াটার ট্যাক্সির টার্মিনালে সারিবদ্ধ মানুষের ভিড়। রমজানমাসের শুরু থেকেই বিকেল ৪টার পর এ অবস্থা। বিশেষ করে অফিস ছুটির পর ভিড় শুরু হয় এখানে।
গুলশান-১ নম্বর টার্মিনালের মতোই এফডিসি ও রামপুরা ব্রিজ এলাকায় ট্যাক্সির টার্মিনালে যাত্রীদের ভিড়। ইফতারির আগে বাসের ঝামেলা এড়িয়ে বাড্ডা, গুলশান, রামপুরা, খিলগাঁও, কারওয়ান বাজার, মগবাজার, দিলু রোড, ইস্কাটন, বাংলামোটর, তেজগাঁও এলাকার মানুষ ওয়াটার ট্যাক্সির সেবা নিচ্ছেন। লাইনে দাঁড়াতে হলেও তাতে স্বস্তি রয়েছে নির্ঝঞ্জাট বাড়ি ফিরতে পারার কারণে।গুলশান লিংক রোড টার্মিনালের টিকিট কাউন্টার থেকে কিছুটা দূরে লাইনে দাঁড়িয়ে আহনাফ হোসেন রাব্বী। বেসরকারি কোম্পানির চাকরি সূত্রে নিয়মিত তাকে গুলশান-১ নম্বরে যাতায়াত করতে হয়। সপরিবারে বসবাস করেন গ্রিনরোড কমফোর্ট হাসপাতালের সামনে।
বাস ছেড়ে ওয়াটার ট্যাক্সির যাত্রী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, পঞ্চম রোজায় অফিসের টুকিটাকি কাজ শেষে গুলশান-১ নম্বর থেকে বাসে চড়েছিলাম। কিন্তু বাসায় পৌঁছাতে পৌঁছাতে ইফতারের সময় পেরিয়ে যায়। পথেই মাগরিবের আজান পেয়েছি। মহাখালী, বিজয় সরণী, ফার্মগেট সব জায়গায়তেই জটলা। বিশেষ করে ইফতারির আগ মুহূর্তে যেন গাড়ি গড়েই না। অফিস শেষে গুলশান-১ নম্বর থেকে বাসে চড়লে পরিবারের সঙ্গে ইফতার করতে পারবো কি? এ বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। কিন্তু ওয়াটার ট্যাক্সিতে ১৫ মিনিটেই এফডিসি পৌঁছে যাবো। এরপর বাসায় পৌঁছে পরিবারের সঙ্গে ইফতার করতে পারবো। তাই রমজান মাসে ওয়াটার ট্যাক্সিতে চড়ি, বাসে কোনো ভরসা নাই।
ভিন্ন লাইনে দাঁড়িয়ে আরিফুল ইসলাম। তিনি রামপুরার যাত্রী। গুলশানে একটি কোম্পানিতে চাকরি করেন। অফিস করেই তিনি ওয়াটার ট্যাক্সির টিকিটের জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন, গুলশান-১ নম্বর থেকে ১০ মিনিটেই রামপুরা পৌঁছানো যায়। কিন্তু ইফতারির আগ মুহূর্তে বাসে অনেক সময় এক ঘণ্টাও লেগে যায়।
হাতিরঝিল কর্তৃপক্ষ জানায়, রমজানে ইফতারের আগে ওয়াটার ট্যাক্সিতে যাত্রী সংখ্যা বেড়েই চলেছে। এখন সকাল ৮টা থেকে রাত ১০টা
Leave a Reply