নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস। এতে শিশুসহ কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন। আহতদের মধ্যে বর-কনেও রয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শিবপুর উপজেলার সোনামুড়ির টেক এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোর যাত্রী। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান জানান, ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোটিকে চাপা দেয়। এতে মাইক্রোটি দুমড়ে-মুচড়ে যায়।
নরসিংদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকালে সিলেট থেকে চাঁদপুরমুখী মাইক্রোর সাথে সিলেটমুখী মিতালী পরিবহনের বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আটজন।
আহতদের উদ্ধার করে নরসিংদী জেনারেল হাসপাতালে নেয়ার পর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহতদের মধ্যে নরসিংদী হাসপাতালে আরেকজন মারা যান।