লোকালয় ২৪

বাসের ছাদই তাদের স্টেজ!

বাসের ছাদই তাদের স্টেজ!

লোকালয় ডেস্কঃ কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে মঙ্গলবার থেকে যোগ দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী, বুধবার রাস্তায় নামেন তারা। বুধবার (১১ এপ্রিল) সকাল থেকেই তারা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকেন। এ কারণে পুরো নগরীতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

কোটা সংস্কারের দাবিতে সকাল থেকে নর্থসাউথ ইউনিভারসিটির শিক্ষার্থীরা বসুন্ধরা আবাসিক গেটের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকে। এতে বসুন্ধরা আবাসিক গেট থেকে কুড়িল প্রায় দুই হাজার গাড়ি আটকা পড়ে। এসময় কিছু শিক্ষার্থী একটি গাড়ির ছাদে উঠে পড়েন। তারা গাড়ির ছাদকে স্টেজ বানিয়ে আন্দোলন করে।

এছাড়া, পান্থপথে ইউনিভারসিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) শিক্ষার্থীদের গ্রিনরোড সিগন্যালের চারপাশের রাস্তা বন্ধ করে দিয়ে অবস্থান নেয়। বুধবার সকাল সোয়া ৯টা থেকে তারা এ আন্দোলন শুরু করে।

ড্যাফোডিল ইউনিভারসিটির শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭-৩২ পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। এ কারণে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

এছাড়া নীলক্ষেত মোড় অবরোধ করেই শিক্ষার্থীরা আন্দোলন করছেন।