লোকালয় ২৪

বালু উত্তোলনে অস্তিত্ব সংকটে নদী : খোয়াই, করাঙ্গী, সুতাং ও ইছামতী হুমকির মুখে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রধান নদী খোয়াই, করাঙ্গী, সুতাং ও ইছালিয়া এখন বালির খনিতে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত ড্রেজার দিয়ে বালি উত্তোলন চলছে এসব নদীতে।

এ অবস্থায় চুনারুঘাটে ঐতিহ্যবাহী নদীগুলো আর নদী নেই। পরিণত হয়েছে বালির খনিতে। অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের ফলে অস্তিত্ব সংকটে পড়েছে এসব খো নদী। রয়েছে নদী দখল ও দূষণ।

প্রতিদিন শত শত ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের কারণ নদীর গতিপথ পরিবর্তন, নদী ভাঙ্গন এবং নদীর অস্তিত্ব এখন বিলীনের পথে।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, সরকারের রাজস্ব আদায়ে নদীর বালি লিজ দেওয়া হয়। কিন্তু লিজ গ্রহীতারা নিয়ম না মেনেই ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালি উত্তোলন করেন। নিয়ম বহির্ভূত ভাবে বালি উত্তোলন নিয়ে প্রায় প্রতিদিনই আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। তাদের জেল-জরিমানা করছি। তারপরও তারা মানছে না। এক্ষেত্রে এলাকাবাসীর এগিয়ে আসা উচিত। নদী ও তার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মামলা করতে পারে। তাহলেই নদীর উপর অত্যাচার কমবে।