লোকালয় ডেস্কঃ বান্দরবানের থানচি বাজারে আগুনে প্রায় ২০০টি দোকান পুড়ে গেছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানচি ইউএনও আরিফুল হক মৃদুল।
তিনি জানান, ভোর সাড়ে ৫টার দিকে থানচি বাজার থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়লে বাজারের ২০৩টি দোকানের মধ্যে প্রায় ২০০টি দোকান পুড়ে যায়। পার্শ্ববর্তী উপজেলাগুলোতে দমকল বাহিনীর কয়েকটি ইউনিটকে খবর দেয়া হলে সকাল ৮টায়ও দূরত্বের কারণে তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তবে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এখনো বাজারে থাকা গ্যাস সিলিন্ডারের দোকানগুলোতে সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
ধোঁয়ার কারণে বাজারে কেউ প্রবেশ করতে পারছে না। দমকল বাহিনীর সদস্যরা আসলেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ইউএনও।