নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচঙ্গে হাওর থেকে আকবর হোসেন চৌধুরী (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মকা গ্রামের পার্শ্ববর্তী হাওরের লম্বাবিল এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নিহত আকবর হোসেন ওই গ্রামের তারা মিয়া চৌধুরীর পুত্র।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, বিকেলে হাওর থেকে কৃষকরা কাজ শেষে বাড়ি ফেরার পথে আকবর হোসেন নামে ওই কৃষকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
ওসি আরও জানান, লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে হাওরে লাশ ফেলে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
Leave a Reply