লোকালয় ২৪

বানিয়াচং থানা পুলিশের অভিযানে একাধিক চুরি ও ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেফতার।

বানিয়াচং থানা পুলিশের অভিযানে একাধিক চুরি ও ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেফতার।

 

মোঃ সনজব আলীঃ মোহাম্মদ এমরান হোসেন, অফিসার ইনচার্জ, বানিয়াচং থানা, হবিগঞ্জ সাহেবের দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এএসআই (নিঃ) মোঃ মহিনুর ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া একাধিক ডাকাতি মামলা ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী কুখ্যাত ডাকাত জুয়েল মিয়া (৩১) পিতা- মনু মিয়া, সাং- নন্দীপাড়া, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জকে বড় বাজার এলাকা হইতে গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে বানিয়াচং থানায় একাধিক চুরি ও ডাকাতি মামলার রুজু আছে।

 

ইং-০২/০৩/২০২১খ্রিঃ তারিখ দিবাগত রাতে জনাব মোহাম্মদ এমরান হোসেন অফিসার ইনচার্জ, বানিয়াচং থানা, হবিগঞ্জ সাহেবে নেতৃত্বে এসআই (নিঃ) আব্দুস ছত্তার সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতি মামলার পলাতক আসামী ০১। উজ্জল মিয়া (৩১) পিতা- মৃত জাহেদ ০২। টিপু মিয়া (২৭) পিতা- সফিক আলী, উভয়সাং- বড়ইউরি, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জদ্বয়কে তাহাদের নিজ বাড়ীতে অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করে। একই সময় অত্র থানায় কর্মরত এসআই শাহ আলী সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় ১১ নং মক্রমপুর ইউ/পির অন্তর্গত কেন্দ্রয়াবহ সাকিনের শ্রী শ্রী গোপাল জিউর আখড়ার মন্দিরে চুরির ঘটনায় জড়িত পলাতক আসামী ০১। মোঃ জহির খাঁন (৩৬), পিতা- মৃত আঃ রউফ, সাং- কেন্দ্রয়াবহ ০২। আসমত আলী (৪৯), পিতা- মৃত জহুর আলী, মাতা- নেহের চান, সাং- টলিয়া, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জদের গ্রেফতার করেন। থানা এলাকায় চুরি ডাকাতি রোধকল্পে বানিয়াচং থানা পুলিশের অভিযান অব্যাহত আছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।