বানিয়াচংয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বানিয়াচংয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বানিয়াচংয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বানিয়াচংয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষাণ অধিদপ্তর।

মঙ্গলবার (হবিগঞ্জ) দুপুরে পরিচালিত এ অভিযানে জিলাপীতে ক্ষতিকর রং ও রাসায়নিক মিশানোর অপরাধে বাজারের নূরানী হোটেলকে ৪ হাজার টাকা, অস্বাস্থ্যকর ভাবে খাদ্য দ্রব্য প্রক্রিয়াজাতকরণের অপরাধে ভাই ভাই হোটেলকে ১ হাজার টাকা, এবং হাইকোর্টের এক রায়ে ঘোষিত নিম্মমানের পণ্য বিক্রি ও মূল্য তালিকা না রাখার অপরাধে বাজারের মায়ের দোয়া স্টোরকে ২ হাজার টাকা, মের্সাস মায়া স্টোরকে ১ হাজার টাকা এবং দেলোয়ার স্টোরকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সঞ্জয় কুমার দত্ত ও বানিয়াচং থানা পুলিশের একটি টিম।

এসময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে রমাজান মাসের প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com