হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মাদক তিনজন প্রস্তুতকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩২৪ লিটার চোলাই মদ জব্দ করা হয়। বুধবার (২৬ অক্টোবর) দিনগত রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- আড়িয়ামুগুর নতুন হাটির অন্ন্যদা সন্যাসী দাসের ছেলে জুয়েল চন্দ্র দাশ (৩৫), আগুয়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে শফিক মিয়া (৩৫) ও আগুয়া কবরখাল গ্রামের ললিত রবিদাসের ছেলে শ্যামল রবিদাস (৩৮)। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩২৪ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা চোলাই মদ প্রস্তুত করে বিক্রি করতেন। মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হবে।