লোকালয় ২৪

বানিয়াচংয়ে হোম কোয়ারেন্টাইনের নিয়মাবলি না মানায় এক বিদেশীর মুচলেকা

lokaloy24.com

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে ইতালি ফেরত মফিজ আহমেদ নামে এক ব্যক্তির কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে। সে বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের পূর্ব বাজুকা গ্রামের মানজু মিয়ার পুত্র। গতকাল বুধবার সকাল ৯ ঘটিকার সময় সহকারি কমিশনার ভূমি মোঃ মতিউর রহমান খানের নেতৃত্বে একটি টিম তার বাড়িতে পরিদর্শনে গিয়ে হোম কোয়ারেন্টাইনের নিয়মাবলি সঠিকভাবে না মেনে চলায় নিরবিচ্ছিন্ন হোম কোয়ারেন্টাইন পালনে কঠোর নির্দেশনা প্রদান করা হয় এবং তার কাছ থেকে স্থানীয় মেম্বারের উপস্থিতিতে মুচলেকা গ্রহণ করা হয়।

এব্যাপারে সহকারি কমিশনার ভূমি মোঃ মতিউর রহমান খান বলেন, নির্দেশনা না মানলে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯, ২৭০ ও ২৭১ধারা এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুসারে মাফজ আহমদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি ক্যাপঃ সহকারি কমিশনার ভূমি মোঃ মতিউর রহমান খান ইতালি ফেরত মফিজ আহমেদকে সতর্ক করছেন।