লোকালয় ২৪

বানিয়াচংয়ে স্বেচ্ছায় দেশীয় অস্ত্র জমাদান ও শীতবস্ত্র বিতরণ

্প্রতীকি

 

ইয়াসিন আরাফাত মিল্টন বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি। ফিকল ছেড়ে কলম ধরি, দাঙ্গা মুক্ত হবিগঞ্জ গড়ি, শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব, মোহাম্মদ উল্লাহ, বিপিএম, পিপিএম মহোদয়ের এই উক্তি কে ব্রত মনে করেই শনিবার বিকালে বানিয়াচং উপজেলার ১৫নং পৈইলারকান্দি ইউনিয়নে স্বেচ্ছায় দেশীয় অস্ত্র জমাদান ও আলোচনা সভা এবং শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। বানিয়াচং থানার অফিসার্স ইনর্চাজ রঞ্জন কুমার সামন্তের সভাপতিত্বে ওবিথঙ্গল পুলিশ ফাঁড়ীর আইসি শাহরিয়ার হাসানের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ উল্ল্যা,(বিপিএম, পিপিএম), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) শেখ মোহাম্মদ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার, বানিয়াচং সার্কেল, এবং এএসপি প্রোবেশিওনারদ্বয়গণ। পৈলারকান্দি গ্রামের ডাবল মার্ডারকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছিল সেটা স্বতঃস্ফূর্ত দেশীয় অস্ত্র জমাদানের মাধ্যমে স্বাভাবিক হয়েছে। পৈলারকান্দি গ্রামে শান্তি ফিরে আসুক এটাই সকলের প্রত্যাশা। ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান শেষে পুলিশ সুপারের ব্যাক্তিগত তহবিল থেকে উক্ত ইউনিয়নে শীতার্থদের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।