বানিয়াচংয়ে স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় যুবকের অর্থদন্ড

বানিয়াচংয়ে স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় যুবকের অর্থদন্ড

স্টাফ রিপোর্টার : বানিয়াচংয়ে এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে নাহিদুল মিয়া (১৮) নামে এক যুবককে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ। কোর্ট ও এলাকাবাসী সূত্রে জানা যায়,মঙ্গলবার (২৫অক্টোবর) বিকালে যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে পঞ্চম শ্রেণীর জনৈক এক ছাত্রীকে উত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে বানিয়াচং উপজেলার ত্রিকর মহল্লার আঃ জাহের মিয়ার পুত্র নাহিদুলকে এলাকাবাসী আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত  বসিয়ে নাহিদুলকে ৬ হাজার টাকা অর্থদন্ড করেন। এ ঘটনায় অপর এক যুবক শাসিয়ে ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউটিজিং করার অপরাধে অভিযুক্ত নাহিদুলকে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী ৬ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। তিনি ইভটিজিং এর মত সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং ইভিটিজিং এর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com