বানিয়াচংয়ে বৃদ্ধ‘র রহস্য জনক মৃত্যু

বানিয়াচংয়ে বৃদ্ধ‘র রহস্য জনক মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ-হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক অসুস্থ বৃদ্ধব্যাক্তির মৃত্যু ঘিরে রহস্য ও ধুম্রজালের সৃষ্টি হয়েছে। ত্রিমুখী সংঘর্ষ, লুটপাট ও ভাংচুরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

নিহত বৃদ্ধের নাম হুসেন আহমদ(৬০)।৭ সন্তানের জনক হুসেন আহমদ উপজেলার ৩ নম্বর ইউনিয়নের প্রথমরেখ গ্রামের মৃত আব্দুল ওয়াকিল আহমদের পুত্র।

বানিয়াচং থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,২০এপ্রিল মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার প্রথমরেখ গ্রামের হুসেন আহমদের পড়শী খেলু মিয়ার হাঁস বাড়ির পাশের ধানের
জমিতে ধান খায়। এ ব্যাপারে কিছুদিন যাবৎ অভিযোগ করে আসছিলেন নিহত ব্যাক্তি। এ ঘটনায় খেলুর আত্মীয় ছবিল মিয়া ও আলকাছ মিয়ার লোকজনের সাথে হুসেন আহমেদের লোকজনের বাকবিতন্ডা‘র একপর্যায়ে সাথে
থাকা হুসেন আহমদ আহত হন এবং কিছুক্ষন পর মারা যান। এব্যাপারে একই মহল্লার সুদীন উল্লার ছেলে আলকাছ মিয়া অভিযোগ করে জানান, নিহত ব্যাক্তি পূর্ব থেকেই অসুস্থ
ছিল। ঘটনার সময় তার মামা ছবিল মিয়ার আত্মীয় খেলু মিয়াকে খোঁজে না পেয়ে ছবিল মিয়ার বাড়িতে হামলা করে লুটপাট ও ভাংচুর চালিয়েছিলো নিহত হুসেন আহমদ এবং তার দলবল। এ ঘটনার সময় নিহত ব্যাক্তি হুসেন আহমদ নিজেই অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষন পর মারা যান।

এব্যাপারে বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করে জানান,মৃত ব্যাক্তির শরীরে বড় কোন আঘাতের চিহ্ন নাই। একটি চোখের নীচে ছিলাফুলা রয়েছে। ময়না তদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কোন কারন বলা সম্ভব নয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com