ইয়াসিন আরাফাত মিল্টন, স্টাফ রিপোর্টার: বানিয়াচং উপজেলার যাত্রাপাশা বনমথুরা মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। গতকাল বিকালে যাত্রাপাশা গ্রামের নূর ইসলামের ছেলে হেলাল ও হারুন মিয়া চৌধুরীর ছেলে জুয়েল গ্রুপের মধ্যে ফুটবল ফাইনাল খেলার পুরষ্কার নিয়ে, উভয় পক্ষের মধ্যে বাক-বিথন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের আত্মীয়-স্বজনরা দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ২০ জনের মতো আহত হয়। গুরুতর আহত নূর ইসলামের ছেলে রুবেল (২০), ছোটন (২২), দুলাল (৩০), হেলাল (৩৫), রাসেল (১৯), বাবরু চৌধুরী (৪৬), জুয়েল (২৭), রুহেল (৩০), রুবেল (২৮), হেলাল (২২), দুলাল (২৫) -কে বানিয়াচং ও হবিগঞ্জ সদর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। নূর আলী (৪৫)-কে আশংঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এহেন বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হককে অবগত করলে তিনি ওসি তদন্ত কাইয়ুমসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে আটক করে ও দেশীয় অস্ত্র উদ্ধার করে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. মামুন খন্দকারের নিকট সৌপর্দ করলে তিনি গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা পরিষদে ভ্রাম্যমান আদালতে তাদের সাজা প্রদান করেন। নিশু চৌধুরীকে ১ হাজার, নাজমা চৌধুরীকে ১ হাজার, নূরুল আমিনকে ১’শ, ইলিয়াছ মিয়াকে ১’শ ও মন্নানকে ২’শ টাকা জরিমানা অনাদায়ে ২ দিনের জেল প্রদান করেন। পরবর্তীতে ঐ ৫ জনের মোট ২ হাজার ৪’শ টাকা পরিশোধ পূর্বক ছেড়ে দেওয়া হয়।