লোকালয় ২৪

বানিয়াচংয়ে দূর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়।

বানিয়াচংয়ে দূর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়!

মোঃ সনজব আলীঃ বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেছেন জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও সকল প্রকার দূর্নীতি ও অনিয়ম রোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

গ্রাম্যদাঙ্গা মদ গাঁজা ইয়াবাসহ সকল প্রকার অপরাধে জড়িতদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। তথ্য দাতার পরিচয় গোপন রেখে আইন-শৃঙ্খলার উন্নয়নে আমরা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম পিপিএম ও
অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল স্যারের দিক নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি।

এছাড়া পুলিশ সদস্যবৃন্দ দুর্নীতি মুক্ত থেকে দায়িত্ব পালন করার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বৃহস্পতিবার সকালে থানা পুলিশের সাথে বানিয়াচং উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।

দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও জেলা ইমাম সমিতির সভাপতি ক্বাজী মাওলানা আতাউর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষন রায়, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বিএসডি মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোবাশ্বির আহমদ, এস আই আল মামুন, শায়খ মাওলানা মুখলিছুর রহমান, ডাঃ আবু তাহের, মাওলানা
বশির আহমদ, দ্বীপুমনি সরকার প্রমুখ।