লোকালয় ২৪

বাথরুমে পড়ে অজ্ঞান ব্রাজিল প্রেসিডেন্ট

বাথরুমে পড়ে অজ্ঞান ব্রাজিল প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক- ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বাথরুমে পা পিছলে পড়ে সাময়িকভাবে জ্ঞান হারিয়ে ফেলেন। আহত প্রেসিডেন্টকে সোমবার দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্টের সরকারি বাসভবন আলভোরাদা প্যালেসের বাথরুমে পা পিছলে পড়ে যান বোলসোনারো।

এক বিবৃতিতে প্রেসিডেন্টের যোগাযোগ কর্মকর্তা বলেছেন, তাকে সামরিক হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করা হয়। তবে তাতে কোনো কিছু ধরা পড়েনি। পর্যবেক্ষণের জন্য প্রেসিডেন্টকে ছয় থেকে ১২ ঘন্টা হাসপাতালে রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট জাইর বলসোনারো বাথরুমে পড়ে যাওয়ার কথা নিয়ে সাক্ষাৎকারে বলেন, আমি ঐ সময় স্মৃতিশক্তি হারিয়ে ফেলি। কিন্তু এখন আমি সুস্থ।

তিনি আরও বলেছেন, আমি পিছলে পড়ে যাই, সেটা আঘাত পাওয়ার জন্য যথেষ্ট বাজে ছিল। তবে এখন আমি নিজের যত্ন নিবো।

দেশটির এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ব্রাসিলিয়া আর্মড ফোরস হাসপাতালে সারারাত চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন বলসোনারো এবং বিশ্রামের পরামর্শ দিয়ে মঙ্গলবার তাকে ছেড়ে দেয়া হয়।

২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন প্রচারণাকালে ছুরিকাঘাতের শিকার হন জাইর বলসোনারো। এছাড়া গত মাসে স্কিন ক্যান্সারের জন্য তাকে পরীক্ষা করা হয় বলে জানান বলসোনারো।