লোকালয় ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘এ বাজেটে ব্যবসায়ী থেকে শুরু করে নিম্নআয়ের লোকজন উপকৃত হবেন। এটি একটি বাস্তব সম্মত বাজেট । যা সব মহলে প্রশংসিত হয়েছে। কিন্তু বিএনপি বাজেট না পড়েই সমালোচনা করছে। এটা তাদের চারিত্রকি বৈশিষ্ট্য।’
শুক্রবার ( ৮ জুন) দুপুরে ভোলা সদরের ধনিয়া, কাচিয় ও বাপ্তাসহ বিভিন্ন ইউনিয়নে জাকাতের কাপড় বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচনকে সামন রেখে বাজেট দেওয়া হয়নি। আমাদের প্রত্যেকটা বাজেটই জনবান্ধন ও গণমুখী বাজেট। এ বাজেটের বেনিফিট সাধারণ মানুষ পাবে। এ বাজেটের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন হবে, নদী ভাঙা থেকে শুরু করে সব কিছু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতেই দরিদ্র বিমোচন হবে এবং ২০৩০ সালের মধ্যে দরিদ্র সীমা ৩ শতাংশের মধ্যে নেমে আসবে।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি নিজের প্রয়োজনে নির্বাচনে আসবে। কারণ তারা অতীতে যে ভুল করেছে তার উপলদ্ধি করছে। তারা অস্তিত্ব রক্ষা করার জন্য বিএনপি অবশ্যই নির্বাচনে আসবে।
এ সময় জেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।