লোকালয় ২৪

বাজারে আসছে মোদী বাইক!

বাজারে আসছে মোদী বাইক!

চিত্র-বিচিত্র ডেস্ক : ভারতের বাজারে আগেই এসেছিল মোদী জ্যাকেট। এবার মীরাটের এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র তৈরি করে ফেলল এমন এক ইলেকট্রিক বাইক যা আকৃষ্ট করবে অনেককেই। সংবাদ শিরোনামে জায়গা করে নেওয়া এই এই ছাত্রের নাম ওয়াকার আলি।

জানা গেছে, অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল না হওয়া সত্ত্বেও একটি আস্ত উন্নতমানের বাইক তৈরি করে ফেলেছে ওয়াকার, যার খরচ পড়ে ৭২,০০০টাকা। দিল্লি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অটোমোটিভ ইঞ্জিনায়িরং স্টুডেন্ট ওয়াকারের এই বাইক ল্যাপটপের চার্জারেও সহজেই চার্জ দেওয়া যাবে। মেজর ভাইব্রেশন এবং নয়েজ ফ্রি এই ইলেকট্রিক বাইক।

ফিনান্সিয়াল এক্সপ্রেসের খবর অনুযায়ী, বিভিন্ন বাইক এবং গাড়ির পার্টস নিয়ে তৈরি হয়েছে এই স্পেশাল বাইকটি। দুমাস ধরে তৈরি হয়েছে এটি। ওয়াকারের মা জানান, দিনরাত এক করে কাজ করে গিয়েছে ওয়াকার। তার কঠোর পরিশ্রমের ফল এই ইলেকট্রিক বাইক।

ওয়াকার জানায়, সে নরেন্দ্র মোদীর ইলেক্ট্রিক মোবিলিটি স্বপ্ন পূরণ করতে চায় সে। এবং প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে ওয়াকার এই ইলেকট্রিক বাইকের নাম দেন MODI।