লোকালয় ২৪

বাগেরহাটে ছয় মণ হরিণের মাংস জব্দ

বাগেরহাটে ছয় মণ হরিণের মাংস জব্দ

ক্রাইম ডেস্কঃ বাগেরহাটের শরণখোলা থেকে পাচারের সময় বিপুল পরিমাণ হরিণের মাংস জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর এক অভিযানে এসব মাংস জব্দ করা হয়।

কোস্টগার্ড বলছে, জব্দ হওয়া মাংসের পরিমাণ ২৪০ কেজি।

কোস্টগার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মারুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোস্টগার্ডের পশ্চিম জোনের একটি দল বিশেষ এক অভিযান চালায়। অভিযানের সময় বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে একটি নৌকা তল্লাশি করা হয়। তবে এর আগে টের পেয়ে নৌকায় থাকা লোকজন পালিয়ে যায়। তল্লাশির একপর্যায়ে ওই নৌকায় লুকানো অবস্থায় ২৪০ কেজি হরিণের কাঁচা মাংস উদ্ধার করা হয়। হরিণের জব্দ হওয়া মাংস ও নৌকাটি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।