আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের একটি মসজিদে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছে। বুধবার দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন জানিয়েছে, বুধবার রাতে বাগদাদের শিয়া সদর সিটি এলাকায় এ বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণের কারণে পাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে। তাৎক্ষনিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
মসজিদটি থেকে শিয়া নেতা মুক্তাদা আল-সদরকে সমর্থন দেওয়া হয়েছিল। সদরের রাজনৈতিক দল সাইরুন গত মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছে।
এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার নির্বাচনের ১ কোটি ১০ লাখ ভোট পুনঃগণনার নির্দেশ দিয়েছে পার্লামেন্ট। এছাড়া পার্লামেন্ট নির্বাচন কমিশনের ৯ সদস্যকেও বহিষ্কার করেছে।