লোকালয় ২৪

বাগদাদে ফের মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

বাগদাদে ফের মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক- ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস এলাকায় পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর পাওয়া গেছে। রোববার (২৭ জানুয়ারি) বাগদাদের গ্রিন জোনে এসব রকেট আঘাত হেনেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সুরক্ষিত গ্রিন জোন এলাকায় পাঁচটি রকেট আঘাত হানে। এর মধ্যে তিনটি সরাসরি মার্কিন দূতাবাসে আঘাত হানে। এতে অন্তত তিন ব্যক্তি আহত হয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। কয়েক বছরের মধ্যে এই প্রথম কোন রকেট হামলায় বাগদাদে কোন মার্কিন দূতাবাস কর্মী আহত হলেন।

এখনো পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে ইরাকের সামরিক বাহিনীর ইরান-সমর্থিত অংশের বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

ইরাকি প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘এ ধরনের ধারাবাহিক হামলার ফলে ইরাক আবার যুদ্ধক্ষেত্র হয়ে উঠতে পারে।’

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে,‘আমাদের কূটনৈতিক সুযোগ সুবিধা ও নিরাপত্তা দেওয়ার যে বাধ্যবাধকতা ইরাকি কর্তৃপক্ষের রয়েছে, তাদের তা পালনের আহ্বান জানাচ্ছি আমরা।’

বিবিসি বলছে, সাম্প্রতিক সময়ে ইরাকে দূতাবাস এবং ইরাকি সামরিক ঘাঁটিগুলো হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে, বিশেষ করে যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে ওই ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সেনাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে।