বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা ২ মার্চ শুক্রবার থেকে শুরু হচ্ছে। সারা দেশে ৩৩৯টি পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষায় মোট ১ লাখ ৭৩ হাজার ৪৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ১ হাজার ১৪২ জন পুরুষ এবং ৭২ হাজার ৩০৯ জন নারী।
বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবুল কাসেম শিখদার জানান, এ পরীক্ষা শুধু শুক্রবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। আগামী ৪ মে পরীক্ষা শেষ হবে।