লোকালয় ডেস্কঃ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চট্টগ্রামের ফলমণ্ডীতে আম ও লিচুর বাইরে পাকা হলেও ভেতরে আঁটি কাঁচা অবস্থায় পাওয়া গেছে।
রাসায়নিক পরীক্ষার জন্য শনিবার বিকেলে ১০টি আড়ত থেকে ফলের নমুনা সংগ্রহ করে বিসিএসআইআর চট্টগ্রাম ও ঢাকার প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকীর চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, “ফরমালিন টেস্ট করে ১০ আড়তের আম ও লিচুর নমুনায় কিছু পাওয়া যায়নি।
“তবে পাকা ফলগুলো কেটে দেখা যায় ফলের ভিতরে আঁটি কাঁচা। এসব ফল দ্রুত পাকানোর জন্য ইথোফেন বা অন্য কোনো ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা হয়েছে কি না তা দেখার জন্য পরীক্ষাগারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”ভ্রাম্যমাণ আদালদের কাছে এসব পরীক্ষার ব্যবস্থা ছিল না।
নগরীর স্টেশন রোডের ফলমণ্ডীর যেসব আড়তে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় সেগুলো হলো- গাউছিয়া ফল বিতান, ওহী এন্টারপ্রাইজ, সিহা ফ্রুট এজেন্সি, রাকিব এন্টারপ্রাইজ, ওএ এন্টারপ্রাইজ, মকবুল এন্টারপ্রাইজ, জান্নাত এন্টারপ্রাইজ, আজম এন্ড ট্রেডার্স, সততা এন্টারপ্রাইজ ও মৌসুমি এন্টারপ্রাইজ।
এই ফলমণ্ডী চট্টগ্রাম জেলার সবচেয়ে বড় ফলের পাইকারি বাজার। দেশের বিভিন্ন জেলা থেকে আসা মৌসুমি ফল এই বাজার থেকেই খুচরা বিক্রেতারা কিনে নিয়ে যান।শনিবার নগরীর ফিরিঙ্গি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে ওজনে কম দেয়ারয় তিন বিক্রেতাকে মোট তিন হাজার দুইশ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম পরিচালিত ওই অভিযান পরিচালিত হয়।