লোকালয় ডেস্ক:বাংলা একাডেমির মহাপরিচালক হলেন কবি মুহম্মদ নূরুল হুদা। আগামী তিন বছর তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করে। কবি মুহম্মদ নূরুল হুদা সত্তর দশকের বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি। তিনি জাতিসত্তার কবি হিসেবেও পরিচিত। একই সঙ্গে তিনি একজন ঔপন্যাসিক ও সাহিত্য-সমালোচক।
তার জন্ম ১৯৪৯ সালে কক্সবাজার জেলায়। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধ শতাধিক। ১৯৮৮ সালে বাংলা কবিতায় অবদানের জন্য তাকে বাংলা একাডেমী পুরস্কার এবং ২০১৫ সালে একুশে পদক প্রদান করা হয়। এছাড়া তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।
Leave a Reply