এশিয়া কাপের ১৫তম আসরের তৃতীয় ম্যাচে আজ রাত ৮টায় সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
আসরের উদ্বোধনী ম্যাচে এশিয়া কাপের পাঁচবারের শিরোপাজয়ী শ্রীলংকাকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে মোহাম্মদ নবি-রশিদ খানরা।
বাংলাদেশ চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে খেলবে আজ।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে শুরু থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলে যাচ্ছে আফগানিস্তান। ইতোমধ্যে ১০০ ম্যাচ খেলে ৬৭টিতে জয় তুলে নিয়েছে তারা। পরাজয় মাত্র ৩৩টিতে।
অন্যদিকে বাংলাদেশ টি-টোয়েন্টিতে অতীতে ১৩১ ম্যাচে অংশ নিয়ে মাত্র ৪৩টিতে জয় পেয়েছে। হারে ৮৩ ম্যাচে।
ম্যাচ জয়ের এই পরিসংখ্যানেই স্পস্ট, আফগানিস্তান টাইগারদের চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে।
শুধু তাই নয়, দুই দলের অতীত সাক্ষাতের পরিসংখ্যানও আফগানদের হয়ে কথা বলছে। অতীতে দুই দল টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৮ ম্যাচ মুখোমুখি হয়। অতীতের সেই সাক্ষাতে আফগানিস্তান জয় পায় ৫টিতে। আর বাংলাদেশ জয় পায় মাত্র ৩টিতে।
সাম্প্রতিক পারফরম্যান্সেও এগিয়ে আফগানরা। সবশেষ ১০ ম্যাচে অংশ নিয়ে বাংলাদেশ মাত্র ২টিতে জয় পেয়েছে। হেরেছে ৮টিতে। আর আফগানিস্তান সবশেষ ১০ ম্যাচে অংশ নিয়ে ৭টিতে জয় আর হার মাত্র তিনটিতে।
Leave a Reply